জাতীয় ৪ নেতার মতো রক্ত দিয়ে কাজ করতে হবে
দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় ৪ নেতার মতো রক্ত দিয়ে কাজ করতে হবে। যেভাবে দলের ভাবমূর্তি ও শেখ হাসিনার ভাবমূর্তি রক্ষা হয় সেভাবে কাজ করতে হবে।
বুধবার বিকেলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। গৃহায়ণ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মোশাররফ হোসেন বলেন, ১৯৭৫ সালে মুশতাকে অামরা দেখেছি। যিনি বঙ্গবন্ধুর রক্তের সাথে বেঈমানি করেছেন। আবার তাজউদ্দিনের মতো নেতাও দেখেছি। যিনি শেখ পরিবারের রক্তের সঙ্গে বেঈমানি করেননি।
তিনি বলেন, ৪ নেতা যেভাবে নিজেদের রক্ত বিসর্জন দিয়ে কাজ করেছেন। সেভাবে আওয়ামী লীগের সব নেতাকর্মীদেরকে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এরকম কাজ থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
ভবিষ্যতে নিজেদর ফান্ড থেকে গৃহায়ণ মন্ত্রণালয় তাদের ব্যয়ভার বহন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরো সমৃদ্ধি অর্জন করবে। তাই সবাইকে এই সফলতা অর্জনে ঐক্যবদ্ধ থাকবে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি আলহাজ্জ্ব শুক্কুর মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার প্রমুখ।
পরিশেষে জাতীয় শোক দিবস উপলক্ষে পবিত্র কোরআন খতম শেষে দেশের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এমএম/এসএইচএস/আরআইপি