ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জামায়াতেও মুক্তিযোদ্ধা আছে : নজরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৯ নভেম্বর ২০১৮

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীতে মুক্তিযোদ্ধা আছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘কোনো যুদ্ধপরাধীকে ধানের শীষ প্রতীক দেয়া হবে না।’

বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির তিন জনপ্রিয় নেতা মনোনয়ন পাওয়ার পরেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেননি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘যেকোনো নির্বাচনে সবাই প্রতিদ্বন্দ্বিতা করে না। কেউ কেউ থাকে নির্বাচন পরিচালনা করার জন্য, প্রার্থীদের সহযোগীতা করার দায়িত্ব পালন করে থাকে। এটাকে নির্বাচনের কৌশল বলতে পারেন।

তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের নেত্রী এখন জেলে। এর আগে সব নির্বাচনে নির্বাচনী এলাকায় তিনি নিজেই যেতেন, প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখার জন্য। এখন তিনি নাই, তাছাড়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও দেশের বাইরে রয়েছেন।’

নজরুল বলেন, ‘আমিও তো নিজেই দরখাস্ত করিনি, রিজভী সাহেবও দরখাস্ত করেননি। দলের সিদ্ধান্ত আছে আরো কেউ কেউ নির্বাচন করবেন না, কিন্তু দায়িত্ব পালন করবেন। বলা যায়, এটা আমাদের নির্বাচনী কৌশল।’

২০ দলের জন্য কত আসন ছেড়ে দিতে হচ্ছে এমন প্রশ্নের জবাবে নজরুল বলেন, ‘আমরা একটাও ছাড়িনি, কিংবা একটাও ধরিনি। আমরা প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছি, ২০ দলের মধ্যে যারা নিবন্ধিত তারা নিজেরা মনোনয়ন দিয়েছে, যারা নিবন্ধিত না তাদের আমরা দিয়েছি। কিন্তু সবাইকে বলা হয়েছে আমরা এক আসনে একাধিক প্রার্থী দিয়েছি। বাছাইয়ের পরে প্রত্যাহারের আগে প্রতি আসনে একজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হবে। যখন প্রতীক বরাদ্দ করবো তখন জানতে পারবেন কোন দলকে কয়টা আসন দেয়া হয়েছে।’

কতজনকে বিএনপি প্রাথমিক মনোনয়ন দিয়েছেন এবং কতজন তা জমা দিয়েছে জানতে চাইলে নজরুল বলেন, আমরা কাজ করতে করতে ক্লান্ত এখনও সেই হিসেব করতে পারিনি। মনোনয়ন জমা দিতে আমাদের নেতাকর্মীদের পদে পদে বাধা দেয়া হয়েছে অভিযোগ করে নজরুল বলেন, দলের ছোট থেকে বড় সবাইকে আসামি করা হচ্ছে। অনেকেই নিখোঁজ হচ্ছে। এগুলো সবই সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।’

তিনি বলেন, ২০১৪ সালের মতো আরও একটি প্রহসনের নির্বাচন করতে সরকার গ্রেফতার বাণিজ্য অব্যাহত রেখেছে। তিন মাস আগে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেফতার হয়ে কারান্তরীণ তেজগাঁও থানা ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল তামিম গাজীপুর জেলে গতকাল মৃত্যুবরণ করেছেন। কারা কর্তৃপক্ষের অবহেলা ও সরকারের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।’

সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এনএফ/আরআইপি

আরও পড়ুন