চট্টগ্রামের পাঁচ আসনে মনোনয়ন জমা দিলেন নৌকার প্রার্থীরা
একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ও আংশিক আওতাভুক্ত পাঁচটি আসনে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের পাঁচ প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৮ নভেম্বর) দুপুর ১টা দিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
এরা হলেন- চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও পাহাড়তলী আংশিক) আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁন্দগাও) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে ডা. আফছারুল আমিন ও চট্টগ্রাম -১১ (বন্দর) আসনে এমএ লতিফ এমপি।
এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ নগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবিআর/পিআর