শেখ হাসিনার ডাক পেলেন নৌকাবঞ্চিত নানকসহ ৪ আ.লীগ নেতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় চার নেতা দেখা করতে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে যোগ দিতে যান তারা।
নেতাদের ঘনিষ্ঠ সূত্র জানায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা গণভবনেই অবস্থান করছেন।
সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং দলটির অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক দলীয় মনোনয়ন পাননি। তাদের ডেকে পাঠিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
উল্লেখ্য, জাহাঙ্গীর কবীর নানকের আসন ছিল ঢাকা-১৩। এ আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।
দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন ফরিদপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান। এ আসনে মনোনয়ন পেয়েছেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মঞ্জুর হোসেন বুলবুল।
মাদারীপুর-৩ আসনে দলীয় মনোনয়ন পাননি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
শরীয়তপুর-১ আসনে দলীয় মনোনয়ন পাননি আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কাযনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু।
এইউএ/এসএইচএস/আরআইপি