ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

২৬ এমপি বাদ, ঝুলে আছেন ১৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ২৫ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের চিঠি দিতে শুরু করেছে আওয়ামী লীগ।

রোববার (২৫ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চিঠি বিতরণ কার্যক্রম শুরু হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৩০টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া হচ্ছে।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, ২৬ আসন থেকে বর্তমান সংসদ সদস্য বাদ পড়েছেন। এ ছাড়া আট আসনে বর্তমান এমপির পাশাপাশি আরও আট প্রার্থীকে ঝুলিয়ে রাখা হয়েছে।

আসনগুলো হলো-

নেত্রকোনা-২ আসন থেকে বাদ পড়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ আসনে মনোনয়ন পেয়েছেন আশরাফ আলী খান খসরু।

নীলফামারী-৩ থেকে বাদ পড়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা। আসনটি জোট শরীকদের ছেড়ে দেয়া হচ্ছে।

মাগুরা-১ থেকে বাদ পড়েছেন এ টি এম আব্দুল ওয়াহাব। মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর।

খুলনা-২ থেকে বাদ পড়েছেন মিজানুর রহমান। এ আসনে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর চাচাত ভাই শেখ সালাউদ্দিন জুয়েল।

খুলনা-৬ থেকে বাদ পড়েছেন শেখ মোহাম্মদ নুরুল হক, মনোনয়ন পেয়েছেন আক্তারুজ্জামান বাবু।

বাগেরহাট-২ থেকে বাদ পড়েছেন মীর শওকত আলী বাদশা, মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ তন্ময় (শেখ হেলাল উদ্দিনের ছেলে)।

পটুয়াখালী-৩ বাদ পড়েছেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইন। পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার ভাগ্নে এ এস এম শাহজাদা।

পিরোজপুর- ১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন শ ম রেজাউল করিম।

ঢাকা-১৩ আসন থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান।

মাদারীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ। এ আসনে সংসদ সদস্য ছিলেন আ ফ ম বাহার উদ্দিন নাছিম।

শরীয়তপুর-১ আসনে বাদ পড়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এ আসনে মননোয়ন পেয়েছেন দলের কার্য নির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু।

শরীয়তপুর-২ মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। বাদ পড়েছেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী।

টাঙ্গাইল-৩ আসনে আমানুর রহমান রানার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন তার বাবা আতাউর রহমান খান।

পাবনা-২ আসনে বাদ পড়েছেন খন্দকার আজিজুল হক আরজু। মনোনয়ন পেয়েছেন আহমেদ ফিরোজ কবীর।

কিশোরগঞ্জ-২ সোহরাব উদ্দিনের পরিবর্তে মনোনয়ন দেয়া হয়েছে পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদকে।

কক্সবাজার-৪ আসনে আব্দুর রহমান বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তার মনোনয়ন পেয়েছেন।

নওগাঁ-৫ আসনে আব্দুল মালেকের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ছেলে নিজামুদ্দিন জলিল জন।

ফরিদপুর-১ আসনে বাদ পড়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। পেয়েছেন সাবেক সচিব মঞ্জুর হোসেন বুলবুল।

নরসিংদী-৩ আসনে বর্তমান সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার পরিবর্তে পেয়েছেন জহিরুল হক ভূঁইয়া মোহন।

নড়াইল-২ আসনে ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

চট্টগ্রাম-৯ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান নওফেল। আসনটিতে এর আগে সংসদ সদস্য ছিলেন মহাজোটের শরীক জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলু।

টাঙ্গাইল-৬ আসনে মনোনয়ন পেয়েছেন আহসানুল ইসলাম টিটু। আহসানুল ইসলাম টিটু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে। এ আসনে সংসদ সদস্য ছিলেন আব্দুল বাতেন।

মৌলভীবাজার-৩ আসনে সায়রা মহসিনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন নেছার আহমেদ।

সিলেট-১ আসনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিবর্তে তার ছোট ভাই এ কে এম আবুল মোমেন মনোনয়ন পেয়েছেন।

কুষ্টিয়া-৪ আব্দুর রউফের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন সেলিম আলতাফ জর্জ।

সিরাজগঞ্জ -৩ আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজ। এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন গাজী আমজাদ হোসেন মিলন।

এ ছাড়া জামালপুর-৫ আসনে রেজাউল করিম হিরার পাশাপাশি নাম আছে ইঞ্জিনিয়ার মোজাফফর আহমেদের।

ঢাকা-৭ আসনে হাজী মো. সেলিমের পাশাপাশি নাম আছে ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগের সভাপতি আবুল হাসনাত।

বরিশাল-৫ আসনে জেবুন্নেসা আফরোজের পাশাপাশি নাম আছে কর্নেল (অব.) জাহিদ ফারুকের।

লক্ষ্মীপুর-৩ আসনে বেসামরিক বিমান পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের পাশাপাশি নাম আছে গোলাম ফারুকের।

ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লার পাশপাশি নাম আছে কাজী মনিরুল ইসলাম মনুর।

কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফের পাশাপাশি নাম আছে মশিউর রহমান হুমায়ুনের।

পটুয়াখালী-২ আসনে আ স ম ফিরোজের পাশাপাশি নাম আছে সামসুল হক রেজা।

চাঁদপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য মহিউদ্দিন আলমগীরের পাশাপাশি নাম আছে গোলাম রহমানের।

এইউএ/এএইচ/জেআইএম

আরও পড়ুন