পুলিশ হেড কোয়ার্টারে বসে কেউ নির্বাচনের ছক সাজাচ্ছে না : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশ হেড কোয়ার্টারে বসে কেউ নির্বাচনের ছক সাজাচ্ছে না। তিনি বলেন, যে কোনো বিষয়ে অভিযোগ করা ও নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস। এ কারণেই বিএনপিকে ‘নালিশ পার্টি’ বলে মানুষ। তাদের এ অভ্যাস ছাড়তে হবে। আর তাদের যদি কোনো অভিযোগ এবং নালিশ থাকে তাহলে প্রমাণ সহকারে উপস্থাপন করতে হবে।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পরিবেশ যেমন আছে তেমনটি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। তিনি বলেন, বিএনপি বুঝতে পেরেছে সুষ্ঠু নির্বাচন হলে তারা জিততে পারবে না। তফসিলের পর বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ করে ছাড় পাবে এটা যেন তারা মনে না করেন।’
নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে সেটা ৩০ ডিসেম্বরের পরে বোঝা যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নির্বাচনে অংশ না নেয়ার জন্য এর আগে বিএনপি নানা ষড়যন্ত্র করেছে। সংলাপের মাধ্যমে তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পিছিয়ে দিয়েছে। তারপরেও তারা নির্বাচন নিয়ে নানা অভিযোগ ও মিথ্যাচার করছে।’
এফএইচএস/এসআর/জেআইএম