শুভ্রা মুখার্জীর মৃত্যুতে রওশন এরশাদের শোক
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সহধর্মিনী শুভ্রা মুখার্জী’র মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের যশোর জেলায় জন্ম গ্রহণ করা প্রয়াত শুভ্রা মুখার্জী সংস্কৃতিমনা ছিলেন। রবীন্দ্র সঙ্গীতে তালিম নেয়ার পাশাপাশি ভারত, ইউরোপসহ একাধিক রাষ্ট্রে পারফর্ম করে সুখ্যাতি অর্জন করেছিলেন তিনি।
বিরোধীদলীয় নেতা প্রয়াত শুভ্রা মুখার্জী’র আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুভ্রা মুখার্জী (৭৪) মঙ্গলবার সকালে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ৭ আগস্ট শাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এইচএস/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা