ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আসন বণ্টন নিয়ে আলোচনা, শেখ হাসিনাকে এরশাদের চিঠি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৭ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে আলোচনার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়ে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিকাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ চিঠি পৌঁছে দেন। আওয়ামী লীগ সভাপতির পক্ষে চিঠিটি গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চিঠিতে আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে আলোচনার জন্য সময় চেয়েছেন।

দীর্ঘদিন থেকেই মহাজোটের শরিক দলগুলো জোটের আসন বণ্টনের দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এক সপ্তাহের মধ্যে মহাজোটের আসন বণ্টন চূড়ান্ত হবে।

এরই মধ্যে শনিবার আসন বণ্টনের আলোচনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিল মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান।

এমইউএইচ/এনডিএস/জেআইএম

আরও পড়ুন