ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বরিশালে বিএনপি নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৮ আগস্ট ২০১৫

বরিশালে গেল জানুয়ারি মাসে সরকার বিরোধী আন্দোলন চলার সময় যাত্রী বোঝাই দুই লঞ্চে অগ্নিসংযোগের মামলায় বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও বিএনপি নেতা মেহেদী হাসানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পাঁচ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান তাদেরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে নির্দেশ দেন।

এর আগে এ দুই মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) তাহের তাদের জিজ্ঞাসাবাদ করতে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন আদালতে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও কোতয়ালী থানা) এসআই আশিষ কুমার পাল মামলার নথির বরাত দিয়ে জানান, সরকার বিরোধী আন্দোলন চলার সময় গেল ২০ জানুয়ারি রাতে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রী বোঝাই সুন্দরবন-৭ এবং পারাবত-১০ লঞ্চের কেবিনে অগ্নি সংযোগ করেন দুবৃর্ত্তরা। এতে পারাবত লঞ্চের একটি এবং সুন্দরবন লঞ্চের তিনটি কেবিনের বেডসিট পুড়ে যায়। তবে স্টাফরা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় লঞ্চ দুটি।

এ ঘটনায় রাতেই কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এ এস আই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে জিয়াউদ্দিন সিকদার ও মেহেদী হাসানসহ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২ আগস্ট লঞ্চে অগ্নি সংযোগ ছাড়াও নাশকতার তিন মামলায় বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগি সংগঠনের ১৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন।

সাইফ আমীন/এমজেড/আরআইপি