ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি নির্বাচনে আসতে চায় না : কাদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১২ পিএম, ১৫ নভেম্বর ২০১৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পল্টনে বিএনপি যে তাণ্ডব চালিয়েছে সেটি পূর্ব পরিকল্পিত। তারা আসলে নির্বাচনে আসতে চায় না। নির্বাচন বানচাল করতেই তারা এ অস্থিরতা সৃষ্টি করছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণই তা প্রতিহত করবে। কারণ সাধারণ মানুষ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে জনগণ সতর্ক পাহারায় রয়েছেন।’

তিনি বলেন, ‘একজন বিএনপি অফিসে সবসময় মিথ্যাচার করতেন। এবার মির্জা ফখরুল ইসলামও একইভাবে মিথ্যাচার করলেন। পল্টনে পুলিশের গাড়িতে নাকি ছাত্রলীগের কর্মীরা আগুন দিয়েছে!’

এটাতো বিএনপির লোকজন বিশ্বাস করবে না মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘মিথ্যা কথা বলায় এককাঠি এগিয়ে গেছেন মির্জা ফখরুল।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘মির্জা ফখরুলকে আমি পারসোনালি জানি... তার ভালো ব্যবহার। কিন্তু তিনি এত মিথ্যা কথা বলবেন। আমি ভাবতেও পারিনি তিনি এত মিথ্যা কথা বলবেন। ছাত্রলীগ কেন ওখানে যাবে? ভিডিও রয়েছে কীভাবে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়েছে। কীভাবে অাগুন দেয়া হয়েছে? দিয়াশলাইয়ের কাঠি দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। মুখোশধারী ছিল। গায়ের শার্ট খুলে নাচানাচি করেছে। এসব কীসের আলামত?’

এ ঘটনা তদন্ত করে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না-জানাতে চাইলে তিনি বলেন, ‘এখন পুলিশকে নির্বাচনের কমিশনের অধীনে ন্যস্ত করা হয়েছে। তাই এখন আমরা নির্দেশ দিতে পারি না। এক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের মাধ্যমে পুলিশকে নির্দেশ দিতে পারে। আমরা দেখছি নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিচ্ছে।’

উল্লেখ্য, দলীয় মনোনয়নপত্র সংগ্রহের মধ্যেই বুধবার (১৪ নভেম্বর) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়।

এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা হয়েছে। সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় ৩৪ জন গ্রেফতার এবং ঘটনাস্থলে উপস্থিতদের মধ্য থেকে জড়িত সন্দেহে আরও ৩০ জনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ প্রোগ্রামে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এমইউএইচ/এসআর/আরআইপি

আরও পড়ুন