ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নির্বাচন বানচালের চক্রান্তে বিএনপি : কাদের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেছেন, ‘বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তারা আজ আগুন দিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করলো এটা তাদের টেস্ট কেস। তাদের নীলনকশা আছে সেটা বাস্তবায়নের জন্যই তারা এ টেস্ট কেস ঘটিয়েছে।’

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যতই ষড়যন্ত্র, চক্রান্ত, নাশকতা করুক না কেন নির্বাচন হবেই। সে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।

পল্টনে বিএনপির অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে চাইলে কাদের বলেন, ‘নেত্রী পুলিশ বাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধৈর্য ধরতে বলেছেন। এমনকি রাজনৈতিক নেতাকর্মীদেরও ধৈর্য ধরতে বলেছেন। এখন আমরা দেখব যে, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। আমরা নেতাকর্মীদেরও ধৈর্য ধরতে বলেছি।’

বিভিন্ন আসনে একাধিক প্রার্থী সম্পর্কে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন, মনোনয়ন একজনকেই দেয়া হবে। তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। নৌকার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।’

তিনি বলেন, ‘দেশের জনগণ ভোট দেয়ার জন্য উম্মুখ হয়ে আছে। বিশেষ করে নারী ও তরুণরা এবার ভোটে অগ্রণী ভূমিকা পালন করবে। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, ডা. দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এফএইচএস/এনডিএস/এমএস

আরও পড়ুন