ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘থ্যাঙ্ক ইউ পিএম’, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ রিজভীর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:০০ পিএম, ১৪ নভেম্বর ২০১৮

বুধবার তৃতীয় দিনের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চলছে মনোনয়নপত্র বিক্রি। শুরুতে ওই এলাকায় গত দুই দিনের মত দলীয় নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি বাড়তে থাকে।

এদিকে বুধবার মনোনয়ন বিক্রি শুরুর পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'টিভি খুললেই দেখি অনেক চ্যানেলে ‘থ্যাঙ্ক ইউ পিএম’ বিজ্ঞাপন চলছে। কিছু বিজ্ঞাপনের পর বোঝাও যায় না, বিজ্ঞাপনদাতা কে? কিছু বিজ্ঞাপনের পর বোঝা যায় যে, বিজ্ঞাপন দাতা মন্ত্রণালয়।'

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে এখন কেন সরকারি অর্থে এ ধরনের প্রচার চালু রাখা হচ্ছে? এ বিজ্ঞাপন তো দেশের মানুষের ট্যাক্সের টাকায় প্রচারিত হচ্ছে। আর বিজ্ঞাপন প্রচার করে আওয়ামী লীগ ভোটের সুবিধা নেবেন- এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে নির্বাচনী প্রচারণায় সমান সুযোগের বিধান লঙ্ঘন করা হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) এসব দেখেও না দেখার ভান করছে।'

সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, 'একাদশ সংসদ নির্বাচনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় ইসি। এজন্য ভোট কেন্দ্র থেকে সংবাদ মাধ্যমকে সরাসরি সম্প্রচার বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

রিজভী বলেন, 'আমরা শুরু থেকেই বলে আসছি, বর্তমান ইসি সরকারের খয়ের খাঁ। সরকারের হুকুমে নানা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিচ্ছে। এমনিতে একের পর পর এক কালাকানুন তৈরি করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে সরকার। গণমাধ্যমের ওপর চলছে নিবর্তনমূলক খড়গ। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রতিনিয়ত মিডিয়াকে ওয়াচের নামে ধমকিয়ে যাচ্ছে।'

তিনি বলেন, ভোট ডাকাতি, কারচুপি ও সন্ত্রাসের খবর যাতে প্রকাশ হতে না পারে, সেজন্যই গণমাধ্যমকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের জন্যই এ কঠোর নীতিমালা।

ওদিকে পল্টনে আজ (বুধবার) বিএনপি কার্যালয়ের সামনে বেড়েছে পুলিশের উপস্থিতি। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর রয়েছেন তারা। বিএনপি নেতাকর্মীরাও গত দুই দিনের মতো স্লোগানে আর ফেটে পড়ছেন না।

কেএইচ/এমএমজেড/আরআইপি

আরও পড়ুন