ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির মনোনয়ন ফরম কেনা-জমা দেয়ার সময় বাড়লো

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১২ নভেম্বর ২০১৮

>> প্রথম দিনে বিক্রি ১৩২৬ ফরম
>> সময় বাড়লো ১৬ নভেম্বর পর্যন্ত
>> নির্বাচনের তারিখ পেছানোয় সময় বাড়লো

নির্বাচনের তারিখ পেছানোর কারণে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দানের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে এবং এই একই দিন জমা দেয়ার শেখ তারিখ নির্ধারণ করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।

সোমবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

রিজভী জানান, প্রথম দিনে সারাদেশে এক হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। নির্বাচনের তারিখ পেছানোর কারণে দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে।

সারাদেশে থেকে মনোনয়ন ফরম সংগ্রহের মোট সংখ্যা বললেও বিভাগীয় কোনো পরিসংখ্যান দিতে পারেননি তিনি।

সোমবার বেলা পৌনে ১১টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। প্রথম মনোনয়ন ফরমটি সংগ্রহ করা হয় দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য।

কেএইচ/জেডএ/এমএস

আরও পড়ুন