ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মাশরাফির অপেক্ষায় নড়াইলের তরুণী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১১ নভেম্বর ২০১৮

বাংলাদেশ ক্রিকেটের আইকন মাশরাফিকে রাজনীতিতে অনুপ্রেরণা দিতে ফুল নিয়ে ঢাকায় হাজির হয়েছেন নড়াইলের এক তরুণী।

রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে সকাল ৮টা থেকে অপেক্ষায় আছেন এই তরুণী।

তরুণীর নাম ডা. স্নিগ্ধা পারভীন। তিনি রাতে নড়াইল থেকে এসেছেন। নড়াইল-২ আসনের ভোটার তিনি।

আওয়ামী লীগ থেকে নির্বাচন করার লক্ষ্যে আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাশরাফি। তার জন্যই অপেক্ষায় আছেন এই তরুণী।

দলীয় সূত্রে জানা গেছে, মাশরাফি মনোনয়নপত্র সংগ্রহ করবেন নড়াইল-২ আসনের প্রার্থী হিসেবে।

এইউএ/বিএ/এমএস

আরও পড়ুন