দুপুরে ২৩-দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন
জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২৩-দলীয় জোট। রোববার দুপুর পৌনে ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জোটের শরিক বাংলাদেশ লেবার পাটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান আমিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জোটের অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের পরিধি বেড়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয় দল, পিপলস পার্টি অব বাংলাদেশ ও মাইনোরিটি জনতা পার্টি এ জোটে যুক্ত হয়েছে। ওইদিন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আজকে ২০ দলে সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বাধীন জাতীয় দল, জননেতা মশিয়ুর রহমান যাদু মিয়ার মেয়ে রিটা রহমানের নেতৃত্বাধীন পিপলস পার্টি অব বাংলাদেশ এবং সুপ্রীতি কুমার মণ্ডলের নেতৃত্বাধীন মাইনোরিটি জনতা পার্টি আনুষ্ঠানিকভাবে ২০ দলের যুক্ত হলেন। ফলে ২০ দল বেড়ে ২৩ দল হলো।
কেএইচ/এসআর