ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘সংসদ ভেঙে দিন অথবা এমপিদের নিষ্ক্রিয় করুন’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৯ নভেম্বর ২০১৮

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘সংসদ ভেঙে দিন অথবা সংসদ সদস্যদের (এমপি) নিষ্ক্রিয় করুন। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে, উঁচুনিচু মাঠে খেলা হয় না।’

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বিকেলে বাংলাদেশ জন দল আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন সাবেক এ রাষ্ট্রপতি।

নির্বাচনের তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেয়ার দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন,‘ভোট গ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৯ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বি. চৌধুরী বলেন,‘নির্বাচন কমিশন এখন আর সরকারের নয়, রাষ্ট্রপতির অধীনে। সুতরাং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন সাহসী পদক্ষেপ গ্রহণ করবে। সংবিধানের বাইরে গেলে কমিশন এবং রাষ্ট্রপতি ইতিহাসে দায়ী হয়ে থাকবেন। ৫ বছর পর পর জাতীয় নির্বাচন হয় এত তাড়াহুড়ো করার দরকার নেই। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করুন, আশা করি আমাদের এ আহ্বানের কথা স্মরণ থাকবে।’

তিনি আরও বলেন,‘নির্বাচনের সময় গোন্ডগোল হলে পুলিশ দাঁড়িয়ে থাকে, এবারের নির্বাচনে এমন করলে তাৎক্ষণিক তাদের বিচার করতে হবে। নির্বাচনে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করতে হবে। অতীতে দেখা গেছে পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেয়া হয়েছে অথবা গ্রেফতার করা হয়। এটা যেন এ নির্বাচনে না হয়।’

বিজেডি উপদেষ্টা এআর চৌধুরীর স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিজেডি চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী। বক্তব্য দেন- বিজেডির নির্বাহী চেয়ারম্যান আতিকুল ইসলাম, বিজেডি মহাসচিব সেলিম আহম্মেদ, ভাইস চেয়ার চেয়রম্যান ক্যাপ্টেন (অব.) রফিক আহাম্মেদ, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।

এইউএ/এনডিএস/পিআর

আরও পড়ুন