ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সংবিধানের বাকস্বাধীনতা কোথায় : প্রশ্ন দুদুর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৫ নভেম্বর ২০১৮

সংবিধানে উল্লেখিত বাকস্বাধীনতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, আপনিতো গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দাবিদার। সংবিধানের কথা সকাল থেকে রাত পর্যন্ত যতবার বলেন অন্য কেউ এতবার বলে না। কিন্তু সংবিধানে আমার বাকস্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, লেখার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সভা-সমাবেশ নিশ্চিত করা হয়েছে, আপনিতো সেটা মানেন না।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে এক আলোচনা সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

বিএনপির এই নেতা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা নামে যে আইন করেছেন তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আপনি তা পাস করিয়েছেন। তাহলে সংবিধান এখন কোথায়?’

দুদু বলেন, স্বাধীনতা ঘোষকের পরিবার আজ আওয়ামী লীগ শাসনকালে নিচ্ছিন্ন করার মহা পরিকল্পনা চলছে। তিনি বলেন, সারাদেশে ৯০ হাজারের অধিক মামলা হয়েছে যার আসামি প্রায় ৩০ থেকে ৩৫ লাখ। এ সময় আটক নেতাদের মুক্তি দাবি করেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আন্দোলন এখনও শুরু হয় নাই। ৭ নভেম্বরের আলোচনার পর দেশ কীভাবে চলবে জাতীয় ঐক্যফ্রন্ট সেটা নির্ধারণ করবে। গণতন্ত্র কীভাবে ফিরবে তা নির্ধারণ করবে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ পাঁচ থেকে ছয় শতাধিক নেতাকর্মী গুম অথবা নিখোঁজ। এখন আপনি যদি মনে করেন আপনার শাসনকালের পরে আর কোনো শাসনকাল নাই সেটা ভুল করবেন। সে শাসনকাল যখন পরিবর্তন হবে তখনতো আমরা আমাদের নেতাকর্মী যারা গুম, খুন হয়েছে তাদের ফেরত চাইব। ফেরত যদি না দিতে পারেন আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে।’

ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘গ্রেফতার করেছেন, যেটি জামিনযোগ্য মামলা সেটি জামিনতো দেন নাই বরং তাকে রংপুরে নিয়ে আপনার কর্মী বাহিনীদের লেলিয়ে দিয়েছেন। তার ওপর বন্দী অবস্থায় আক্রমণ করা হয়েছে। এগুলো ভালো দৃষ্টান্ত না। এগুলো গণতান্ত্রিক শাসনের সঙ্গে যায় না।’

তিনি বলেন, ‘এগুলো স্বৈরশাসকের কাজ। আপনি নিজেকে গণতান্ত্রিক দাবি করবেন আর স্বৈরশাসকের কাজ করবেন-দুইটা এক সঙ্গে যায় না।’

সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সুকুমার বড়ুয়া, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

কেএইচ/এসআর/পিআর

আরও পড়ুন