ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ইন্টারপোলের মাধ্যমে লতিফকে ফিরিয়ে আনুন: রফিকুল

প্রকাশিত: ০৮:০০ এএম, ১১ অক্টোবর ২০১৪

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে কেন বিচার করা হচ্ছে না এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকী ইসলামবিরোধী কটুক্তির দায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের নিতে হবে। কেননা লতিফ সিদ্দিকীর বক্তব্য তার একার নয়। তাকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে হবে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুরে স্বাধীনতা ফোরাম আয়োজিত হজ ও তাবলীগ জামাতের অবমাননাকারী ধর্মদ্রোহী লতিফ মিদ্দিকীর বিচারের দাবিতে মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘কেউ ইসলাম ধর্ম পালন করলে, নামাজ, রোজা রাখলে সরকার তার মধ্যে জঙ্গির গন্ধ পায়।’

তিনি বলেন, ‘বিএনপি জঙ্গিতে বিশ্বাস করে না। সরকার যেন তেন ভাবে ক্ষমতায় থাকতে চায় সেজন্য তারা জঙ্গিবাদের প্রচার চালায়।’

লতিফ সিদ্দিকীকে বিএনপি কোনো রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি জনগণের সঙ্গে এক হয়ে ইসলাম অবমাননাকারীর বিচার চায়।’