সাত দফা ছাড়া সংকটের সমাধান হবে না : ফখরুল
জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি পূরণ না হলে রাজনৈতিক সংকটের কোনো সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ‘আমরা জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে সাত দফা দাবি দিয়েছি, তা অবশ্যই পূরণ করবেন। এ ছাড়া বর্তমান রাজনৈতিক সংকটের কোনো সমাধান হবে না।’
সরকারের ‘দমন নীতির’ কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিদিন আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সুতরাং প্রধানমন্ত্রী যে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন, তা কতটা আন্তরিকতার সঙ্গে আহ্বান করেছেন এবং সেই সংলাপের দ্বার কোনো দিকে নিয়ে যাবে, সে সম্পর্কে জনগণের মধ্যে ইতোমধ্যেই সংশয় সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আশা করব, সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য যে সুযোগ সৃষ্টি হয়েছে, আজকে জাতীয় সংলাপের মধ্য দিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করবেন প্রধানমন্ত্রী। অন্যথায় এর দায়-দায়িত্ব সরকারের উপর বর্তাবে।’
কেএইচ/জেডএ/এমএস