ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘দরকার হয় ২ মাস পর সমালোচনা কইরেন’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ৩১ অক্টোবর ২০১৮

আগামী দু’মাস আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা না করে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, ‘দরকার হয় দু’মাস পর আবার সমালোচনা কইরেন।’

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ৭টি বিদ্যুৎ কেন্দ্র, দুটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন, ১০২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং জ্বালানি খাতের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

তৌফিক-ই-ইলাহী বলেন, ‘শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় না আসে তবে এ উন্নয়ন অব্যাহত থাকবে না। কারণ ওই চিন্তা চেতনার লোক নেই, ওই রকম দূরদর্শী কেউ নেই, ওই রকম নেতা নেই। বাংলাদেশে এ রকম হয়ওনি, কবে হবে তাও জানি না।’

তিনি বলেন, ‘আপনারা যে যেই মতাবলম্বীর হোন...এই কারণে শেখ হাসিনার সরকার বার বার দরকার। দেশের উন্নতির জন্য যে ভীত তৈরি হয়েছে, এটাকে সামনে এগিয়ে নেয়ার জন্য আমাদের সবাইকে তাকে (শেখ হাসিনা) সমর্থন দিতে হবে। ঠিক কি-না বলেন? আমার বক্তৃতায় যুক্তি ঠিক আছে কি-না, পাস করছি কি-না?’

কোন কোন সাংবাদিক বলেন হ্যাঁ করছেন। বলতেই তিনি বলেন, ‘তাইলে একটা তালি দেন না।’ তালি বেজে ওঠে।

তিনি বলেন, ‘আমাকে তালি দেয়া মানে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকার করলেন। আপনাদের কাজের ধরনটা হলো একটু ক্রিটিসাইজ করা। আপনারা সমালোচনা করবেন এটাই ঠিক, আগামী দু’মাস অন্তত আমাদের সমর্থন দেন- বলেন যে এটা একটা ভালো কাজ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানির এই কাজ ভালো হইছে, রাস্তাঘাটের ভালো হইছে, স্বাস্থ্যে ভালো হইছে। দরকার হয় দু’মাস পর আবার সমালোচনা কইরেন। এই অনুরোধ রইল আপনাদের কাছে।’

আরএমএম/এনডিএস/এমএস

আরও পড়ুন