ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

৪ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের গণঅবস্থান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৩ অক্টোবর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চার দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে জোটটির নেতারা।

বাম গণতান্ত্রিক জোটের চার দফা দাবির মধ্যে রয়েছে, তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে; বর্তমান সরকার পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন; জনগণের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ গোটা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে।

গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সামনে নির্বাচন। সংবিধান অনুয়ায়ী নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। সরকারকে অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, সবাই বলছে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। এই কথাটি ঠিক নয়। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনের আগে শেষ সংসদ অধিবেশন শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সংবিধানে সংস্কার করতে হবে।

সিপিবি সভাপতি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব দলের সঙ্গে নির্বাচন কমিশনকে আলোচনা করতে হবে। আমাদের দাবি হচ্ছে, নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, জোটের সমন্বয়ক সাইফুল হক প্রমুখ।

চার দফা সুপারিশ বাস্তবায়ন করে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী এই গণঅবস্থান কর্মসূচি পালন করেছে।

এইউএ/জেএইচ/আরআইপি

আরও পড়ুন