ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মইনুলের শাস্তির দাবিতে যুব মহিলা লীগের ঝাড়ু সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৩ অক্টোবর ২০১৮

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার মইনুল হোসেনের শাস্তির দাবিতে ঝাড়ু হাতে সমাবেশ করেছে যুব মহিলা লীগ।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মইনুল হোসেনের কুশপুত্তলিকায় আগুন এবং ঝাড়ু হাতে মিছিল করে সংগঠনটি।

সমাবেশে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, গণমাধ্যমে সারা বিশ্বকে জানান দিয়ে অকথ্য ভাষায় মাসুদা ভাট্টিকে অপমান করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি এই অবমাননার মধ্যে দিয়ে সমগ্র বাংলাদেশের নারী সমাজকে অপমান করেছেন।

তিনি বলেন, এই মইনুল হোসেন ওয়ান ইলেভেনের সময় ক্ষমতার লোভে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে গিয়ে বলেছিলেন- আমরা চুনপুটি ধরি না, রুই কাতলা ধরি। সেই রুই কাতলা নিয়ে খেলা করতে গিয়ে চক্রান্ত করে দুই বছর ক্ষমতা দখল করে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন। এই মইনুল হোসেন নিজের ভাইকে শায়েস্তা করার জন্য ইত্তেফাক অফিসে মানুষ হত্যা করেছেন। সেই হত্যা মামলাকে গায়েব করে দিয়েছিলেন।

অপু উকিল বলেন, এই নারী লোভী যারা অসৎভাবে ক্ষমতায় যাওয়ার জন্য চক্রান্ত করে, এই মানুষরূপী নরপশুদের দেশের মাটিতে বিচার করার জন্য ঝাড়ু হাতে, জুতা হাতে যুব মহিলা লীগের কর্মীরা প্রস্তুত।

এইউএ/জেএইচ/পিআর

আরও পড়ুন