ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪০ এএম, ২১ অক্টোবর ২০১৮

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। রোববার কল্যাণপুর এলাকায় এ মিছিল করা হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন জানান, গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে কল্যাণপুর-শ্যামলী সড়কে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি আরও জানান, মিছিলে স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছা সেবক দলের তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।

গত ১০ অক্টোবর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় রায় ঘোষণা করা হয়। পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক শাহেদ নূর উদ্দীন এ রায় ঘোষণা করেন।

রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী ও সাবেক সংসদ সদস্য কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়।

রায় প্রত্যাখ্যান করে সারাদেশে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি।

কেএইচ/ এনডিএস/আরআইপি

আরও পড়ুন