ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে কটূক্তি, বিএনপি কর্মী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে বায়েজিদ বোস্তামী থানায় করা মামলায় বিএনপির এক কর্মীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই কর্মীর নাম ফরহাদ বিন আলম (২৫)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহান এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

তিনি বলেন, ‘ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ বোস্তামী থানার এসআই নুরুল ইসলাম। শুনানি শেষে আদালত ফরহাদকে পাঁচদিন রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন।’

রিমান্ডপ্রাপ্ত ফরহাদ বিন আলম চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর আমিন জুট মিলস এলাকার শাহ আলমের ছেলে। পুলিশের দাবি, ফরহাদ বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, গত বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেন ফরহাদ। এ ঘটনায় ফরহাদের বিরুদ্ধে চলতি বছরের ১৫ মার্চ আদালতে অভিযোগ করেন স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল বাতেন। পরে গত ১৯ মার্চ মামলাটিকে এফআইআর হিসেবে নিতে বায়েজিদ বোস্তামী থানাকে নির্দেশ দেন আদালত। এরপর গত ৭ অক্টোবর অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

জেডএ/জেআইএম

আরও পড়ুন