ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নির্বাচনের সামনে এসেও সরকার গণতান্ত্রিক আচরণ করছে না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৬ অক্টোবর ২০১৮

নির্বাচনের সামনে এসেও সরকার গণতান্ত্রিক আচরণ করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপদযাপন উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত রাজনৈতিক সভা সমাবেশের উপর পুলিশের অনুমতির নামে এক ধরনের পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে বাক স্বাধীনতা, সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর অনাকাঙ্ক্ষিত বিধিনিষেধ আরোপ করেছে। এ আইনের ফলে গবেষণা কার্যক্রম ও অনুসন্ধানী সাংবাদিকতার পথই রুদ্ধ হয়নি বরং ঘুষখোর ও দুর্নীতিবাজদের রক্ষার পথ তৈরি হয়েছে।

এ সময় রাজনৈতিক কর্যক্রমের উপর পরোক্ষ নিষেধাজ্ঞা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান জেএসডি সাধারণ সম্পাদক।

৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন দলটির সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সহ-সভাপতি সুলতান আহমেদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনছার উদ্দিন, অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, আবদুল্লাহ আল তারেক, মোশাররফ হোসেন প্রমুখ।

এইউএ/এসএইচএস/জেআইএম

আরও পড়ুন