ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

২০ দলের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৩ অক্টোবর ২০১৮

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এ বৈঠক স্থগিত করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি জোটের শরিক নেতারা।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জোটের শরিক ন্যাপ বাংলাদেশের মহাসচিব এম গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, ‘আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে সাতটায় ২০-দলীয় জোটের পূর্ব নির্ধারিত যে বৈঠক ছিল, তা স্থগিত করা হয়েছে।’

কী কারণে বৈঠক স্থগিত হলো তা জানতে চাইলে তিনি বলেন, ‘স্থগিতের কারণ সম্পর্কে বিএনপির পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। তবে বিশেষ কোনো কারণ হতে পারে।' বিএনপির পক্ষ থেকে পরবর্তীতে বৈঠকের তারিখ জানানো হবে বলে তিনি জানান।

গত বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিএনপি জোটের এ বৈঠকের খবর নিশ্চিত করেছিলেন শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। শনিবার তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০-দলীয় জোটের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা-সংক্রান্ত বিশেষ কারণে বৈঠক স্থগিত করা হয়েছে।’

তবে জোটের অন্য একটি সূত্রের দাবি, বিএনপির বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার বৈঠকের কারণে ২০-দলীয় জোটের বৈঠক স্থগিত করা হয়েছে।

সর্বশেষ ৩০ সেপ্টেম্বর ২০-দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

কেএইচ/এসআর/এমএস

আরও পড়ুন