ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘২১ আগস্টের দায় এড়াতে পারেন না খালেদা’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:১৪ পিএম, ১১ অক্টোবর ২০১৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২১ আগস্ট হত্যাকাণ্ডের সময় খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। তাই খালেদা জিয়া কোনোভাবেই গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না।’

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সম্মেলনে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবুল কালাম আজাদ। এ ছাড়া মো. নজরুল ইসলাম, প্রকৌশলী আবদুস সবুর ও ইবনে আলম হাসান বক্তব্য দেন।

সেতুমন্ত্রী বলেন, ‘যারা ২১ আগস্টের হামলার মহানায়ক, যারা খুনি, তাদের সঙ্গে যারা ঐক্য করছেন তাদের ঐক্য দেশের জনগণ মেনে নিতে পারে না।’

রায় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ’১৫ আগস্ট এবং ২১ আগস্ট একই সূত্রে গাঁথা । একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা।’

পাল্টা প্রশ্ন করে কাদের বলেন, ‘যে ঘটনায় ২৪ জন মানুষ মারা গেল, শত শত লোক আহত হলো। যাদের অনেকে সারাজীবন পঙ্গু হয়ে আছে সে ধরনের একটি হত্যাকাণ্ডের রায় কি ফরমায়েশি হতে পারে? তাছাড়া মুফতি হান্নান যেখানে বলেছেন, তারেক রহমানের নির্দেশে এ ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। সেখানে কি করে এ রায় ফরমায়েশি হয়?’

jagonews

তিনি বলেন, ‘আমি নিজে এখনও বসে নামাজ পড়তে পারি না, সেজদা দিতে পারি না। চেয়ারে বসে আমাকে নামাজ আদায় করতে হয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রণালয়কে মানুষ বলে দুর্নীতিবাজ মন্ত্রণালয়। এটা শুনে কি ভালো লাগে? আপনারা অবশ্য শোধরানোর চেষ্টা করবেন। কারণ যে মন্ত্রণালয়কে মানুষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় বলে সে মন্ত্রণালয়ের সৎ মন্ত্রী থাকলেও লোকে কি তাকে সৎ মন্ত্রী বলবে? যা হোক আমার সময় তো শেষ। আপনাদের সঙ্গে আগামীতে নাও দেখা হতে পারে। নির্বাচনকালীন সরকারের দায়িত্বে যদি থাকি তাহলে হয়তো রুটিন ওয়ার্ক করতে হবে। তবে এ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার সময় ভালো কিছু যদি করি তাহলে তার সুনাম আপনাদের; আর মন্দ কিছু হলে আমি তার দায়ভার নেবে।’

তিনি বলেন, ‘মানুষের ভালোবাসার জন্য রাজনীতি করি। কমিশনের জন্য রাজনীতি করি না।

এফএইচএস/এনডিএস/আরআইপি

আরও পড়ুন