ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শোক দিবসে জন্মদিন পালনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৭:২০ এএম, ১৪ আগস্ট ২০১৫

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেক কেটে জন্মদিন পালনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী প্রচার ও প্রকাশনা লীগ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ভূয়া জন্মদিন পালন করলে তা প্রতিহত করা হবে` বলেও  ঘোষণা দেয় সংগঠনটি।

somabes

একই সময়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে আন্তর্জাতিক শোক দিবস হিসাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে সহযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ড।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী শুধু জাতীয় শোক দিবস হিসাবে নয়, এই দিবসকে আন্তর্জাতিক শোক দিবস হিসাবে ঘোষণা করতে সংশ্লিষ্টরা যথাযত ব্যবস্থা নিন। আমরা এই দিবসকে আন্তর্জাতিক শোক দিবস হিসাবে স্বীকৃতি চাই।

পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও শোক মিছিল করেছে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি।

manobbondhon

মানববন্ধন ও শোক মিছিলে উপস্থিত ছিলেন  সহযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ড সভাপতি আসাদুজ্জাম জাকির, ঢাকা মহানগর উত্তর সভাপতি আজিজুর রহমান,বাংলাদেশ আওয়ামী প্রচার  ও প্রকাশনা লীগের সভাপতি আলমগীর হোসেন,বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম প্রমুখ।

আএসএস/এসকেডি/এমএস