বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার : তোফায়েল
‘বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার। তবে মন্ত্রিসভা ছোট বা বড় করা প্রধানমন্ত্রীর এখতিয়ার’ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার মন্ত্রণালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াত্ত তাবাজারা অলিভেরা জুনিয়রের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ ব্রাজিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানেও ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন হচ্ছে। সংসদও বহাল রয়েছে। বাংলাদেশেও বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। সংসদও ভাঙবে না। তবে প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিসভার আকার ছোট করতে পারেন।’
‘আগামী এক মাসে দেশে অনেক পরিবর্তন আসবে’- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তোফায়েল বলেন, ‘আগামীতে তেমন কিছু ঘটার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বনেতারাও প্রধানমন্ত্রীর নেতৃত্বে খুশি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন ঘোষিত তারিখেই নির্বাচন হবে। কারও জন্য অপেক্ষা করা হবে না। আশা করি, বিএনপি ২০১৪ সালে সির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছিল সে ভুল আর করবে না।’
এমইউএইচ/এমএআর/পিআর