‘বিএনপির জনসমর্থনে সরকার দিশেহারা’
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন বলেছেন, ‘মামলা-হামলা, গুপ্তহত্যা করে বিএনপিকে রোখা যাবে না। বিএনপির জনসমর্থনে সরকার ভীত, দিশেহারা। তাই আমাদের লালদীঘিতে সমাবেশের অনুমতি দিচ্ছে না।’
বৃহস্পতিবার বিকেলে নাসিমন ভবনের দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব বলেন।
শাহাদাৎ হোসেন বলেন, ‘গায়েবী মামলায় গত ২৫ দিনে সাড়ে চার হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মৃত ব্যক্তিকেও সরকার আসামি বানিয়েছে। সরকার খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা শুরু করেছে। দেশে কোটা সংস্কারের আন্দোলন চলছিল। কিন্তু সরকার কোটা সংস্কার না করে কোটা বাতিল করে দিয়েছে। আবার বলছেন মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারে দেখা যাবে। এ কথা বলে সরকার আবার কী উসকানি দিতে চাচ্ছে!’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা বার বার ইউনাইটেড হাসপাতালের কথা বলে আসছি। কিন্তু আজ পর্যন্ত ওই হাসপাতালের একজন ডাক্তার দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করানো হয়নি। আমাদের প্রথম দাবি খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে হবে।’
মহানগর বিএনপির সভাপতি বলেন, ‘পুলিশের সঙ্গে আমাদের শত্রুতা নাই। তারা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের দেখভালের দায়িত্ব তাদের। তারা থানায় বসে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে বিএনপি নেতাকর্মীদের ফোন নাম্বার নিয়ে ফোন করেন। এটা দুঃখ লাগে। আমাদেরও তো আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সম্পর্ক আছে।’
এ সময় ১০ অক্টোবর লালদিঘী অথবা কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের ঘোষণা দেন ডা. শাহাদাৎ।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সহ সভাপতি এমএ আজিজ, সহ সভাপতি নাজিমুর রহমান, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক কাজী বেলাল, ইয়াছিন চৌধুরী লিটন, এসকান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ প্রমুখ।
আবু আজাদ/জেএইচ/এমএস