নীল নকশা চূড়ান্ত করতেই খালেদা লন্ডন যাচ্ছেন : মায়া
ষড়যন্ত্রের নীল নকশা চূড়ান্ত করতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সফল করতে এ সভার আয়োজন করা হয়।
মায়া বলেন, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই খালেদা জিয়া ষড়যন্ত্র করে চলছেন আর সেই ষড়যন্ত্রকে চূড়ান্ত রুপ দিতেই তারেকেরে সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তবে তার এই নীল নকশা কখনই বাস্তবায়ন হবে না।
শোক দিবস সফল করতে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ কোনো দিন ঢাকা মহানগর আওয়ামী লীগকে চোখ তুলে কিছু বলতে পারেনি। তাই শোক দিবসে এমন কোনো কাজ করা যাবে না যাতে মানুষ খারাপ ভাবে।
বাংলাদেশে জামায়াতের কোনো স্থান নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, গত বুধবারের ২০ দলের বৈঠকে খালেদা জিয়ার বক্তব্যে প্রমাণিত হয়েছে তিনি জামায়াতকে ছাড়তে পারবেন না। তাই এই স্বাধীনতা বিরোধীদের সকল অপরাধের দায়-দায়িত্ব তাকেই (খালেদা জিয়া) নিতে হবে।
একই সভায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ভালো কথা। তিনি লন্ডন থেকে ফিরে বিএনপিকে রাজনীতিতে সোজাপথে না বাকা পথে হাটাবেন সেটাই দেখার বিষয়। বিএনপি জামায়াত ছাড়া চলতে পারবে না। সেটা গত বুধবারের বৈঠকে আবারো প্রমাণ করলেন।
বঙ্গবন্ধু সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু কোনো নির্দিষ্ট দলের নয়, সার্বজনীন। দল যার যার বঙ্গবন্ধু সবার। তাকে নিয়ে বিভেদ সৃষ্টি করা উচিত নয়।
নগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
এসএসএস/আরএস/এমআরআই
সর্বশেষ - রাজনীতি
- ১ জনগণের অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে জামায়াত: শাহাজাহান
- ২ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না: ডা. শফিকুর রহমান
- ৩ শোষণের বিরুদ্ধে আর শোষিতের পক্ষে ছিলেন মওলানা ভাসানী: তারেক রহমান
- ৪ সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না: তারেক রহমান
- ৫ বিএনপি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কীভাবে পেয়েছে: চরমোনাই পীর