ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেয়ার খালি রেখেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা শুরু হয়েছে। আজ (রোববার) দুপুর ১২টার পর দলটির সাংস্কৃতিক সংগঠন জাসাস কর্মীদের সম্মিলিত গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়।

জনসভামঞ্চের পেছেনে যে ব্যানার টাঙানো হয়েছে সেখানে জনসভার প্রধান অতিথি হিসেবে লেখা রয়েছে বেগম জিয়ার নাম।

এক বছরেরও বেশি সময় পর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি।

দুপুর ২টা থেকে শুরু হবে নেতাদের বক্তৃতা। জনসভায় অন্তত অর্ধশত নেতা বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ ছাড়াও স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেবেন।

জনসভাকে ঘিরে ইতোমধ্যেই ঢাকামহানগরী এবং আশপাশের জেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন।

‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন,’ ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’ লেখা সম্বলিত ব্যানার ফেস্টুনসহ নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

কেএইচ/এনএফ/পিআর

আরও পড়ুন