লালদীঘিতে সমাবেশ করতে চায় বিএনপি
চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আগামী ৪ অক্টোবর সমাবেশ করতে চায় চট্টগ্রাম মহানগর বিএনপি। শনিবার নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন।
তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলাসহ নির্যাতনের প্রতিবাদে লালদীঘিতে ৪ অক্টোবর বিকাল ৩টায় সমাবেশ করবে বিএনপি। গত পাঁচ বছর এ ময়দানসহ কোথাও বড় পরিসরে সমাবেশ করতে দেয়নি সরকার। অথচ আওয়ামী লীগ ঠিকই লালদীঘিসহ সবস্থানে সমাবেশ করেছে।’
তিনি আরও বলেন, জনসভার জন্য নগর পুলিশের কাছে অনুমতি চেয়ে শনিবার আবেদন করা হবে।
‘প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, সব দলকে নির্বাচনের সুযোগ দেবেন। তাহলে সমান সুযোগ তো দিতে হবে। এভাবে গায়েবি মামলা দিয়ে তা সম্ভব নয়। মূলত নির্বাচন থেকে দূরে রাখতেই বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে সরকার।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।
আবু আজাদ/এমএআর/জেআইএম