ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জনসভা শুরু হবে দুপুর ২টায় : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

শর্ত সাপেক্ষে রোববার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি। এদিন দুপুর ২টায় এই জনসভা শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘আগামীকাল দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। যথা সময়ে জনসভায় যোগদানের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ ঢাকাবাসীকে অনুরোধ জানান তিনি।

এ ছাড়াও সারা দেশে গতকাল বিএনপি নেতাকর্মীদের নামে ৫৮টি ‘গায়েবী’ মামলা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘মোট ৫৮টি গায়েবী মিথ্যা এজাহার নামীয় মামলা করা হয়েছে। এজাহার নামীয় আসামি করা হয়েছে ৩৭৪০ জন নেতাকর্মীকে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে ৫৭০০ জন নেতাকর্মীকে।’

এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে গ্রেফতারকৃত দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন তিনি।

কেএইচ/এমবিআর/এমএস

আরও পড়ুন