ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জনসভার অনুমতি পেতে ডিএমপিতে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীর সোহারাওয়ার্দী উদ্যানে রোববার জনসভা করার অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে গেছে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল।

দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জাগো নিউজকে বলেন, শনিবার বেলা ১১টায় বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে গেছেন। তারা রোববারের জনসভার বিষয়ে কথা বলবেন।

প্রতিনিধি দলে প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার জনসভার তারিখ পরিবর্তন করে বিএনপি। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সমাবেশ করার কথা থাকলেও সেটি রোববার (৩০ সেপ্টেম্বর) করতে চেয়ে লিখিত আবেদন জানানো হয়।

গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ২৭ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেন। পরদিন মঙ্গলবার সংবাদ সম্মেলন করে রিজভী জানান, ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২৯ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে।

কেএইচ/এনডিএস/এমএস

আরও পড়ুন