শেখ হাসিনাকে পাল্টা চ্যালেঞ্জ বি. চৌধুরীর
‘আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য দুর্নীতিবাজরা যুক্তফ্রন্টের নামে জোট বেঁধেছে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন যুক্তফ্রন্টের নেতারা।
বর্তমান সরকারের একটি মন্ত্রণালয়ে দুর্নীতি নেই- এমনটা দেখানোর চ্যালেঞ্জ দিয়েছেন যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
অন্যদিকে যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘দেশের জনগণ জানে- কে কী।’
যুক্তফ্রন্টের আরেক অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে প্রতিবাদ জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের হোটেল হিলটনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, ‘যুক্তফ্রন্টের নামে দুর্নীতিবাজরা এক হয়েছে। তবে জনগণ তাদের ভোট দেবে না। নৌকা মার্কাই জয়ী হবে। সুদখোর-ঘুষখোর, খুনি, দুর্নীতিবাজরা একত্র হয়ে সরকারবিরোধী জোট গড়েছে। যারা মানুষ হত্যাকারীদের সঙ্গে জোট করতে পারে, তাদের মুখে দেশের স্বার্থের কথা মানায় না। দেশের উন্নয়ন চাইলে আগামীতেও নৌকাকে বিজয়ী করতে হবে।’
তার এমন বক্তব্যের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী কি বলতে চেয়েছেন? বি চৌধুরী দুর্নীতিবাজ? কামাল হোসেন দুর্নীতিবাজ? আ স ম আবদুর রব দুর্নীতিবাজ? মাহমুদুর রহমান মান্না দুর্নীতিবাজ? প্রধানমন্ত্রী যদি বিএনপির দুর্নীতির কথা বলে থাকেন তাহলে তারা জবাব দেবে।’
সরকারপ্রধানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, ওনাদের একটা মন্ত্রণালয় দেখান, যেখানে দুর্নীতি নেই। যদি দেখাতে পারেন, তাহলে আমরা খুশি হবো। দেশের মানুষ খুশি হবে।’
যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘আমরা কে কী, তা দেশের জনগণ জানে। স্বাধীনতা সংগ্রামের সময়, সশস্ত্র যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানকে অনেকেই সিআইএর দালাল, ভারতের দালাল বলেছে। মওলানা ভাসানীর বিরুদ্ধে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিরুদ্ধে এ ধরনের কথা অনেকেই বলেছে। দেশের জনগণ জানে, কে কী।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা তো দুর্নীতিবাজ নই, আমাদের নামে এ ধরনের কোনো অভিযোগ নেই।’
এইউএ/এমবিআর/পিআর