ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রাজিবকে রিমান্ড দেয়ায় ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১২ আগস্ট ২০১৫

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসানকে রিমান্ড দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো.আকরামুল হাসান।

বুধবার বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটওয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মিথ্যা, বানোয়াট আর  উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দেশের জনপ্রিয় ছাত্র সংগঠন ছাত্রদলের সভাপতিকে ৮ দিনের রিমান্ড শেষে আবারও ১৬ দিনের রিমান্ড দেয়ায় দেশের ছাত্র সমাজ স্তম্ভিত।

তারা বলেন, যেখানে তাকে আটক করাটাই দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ, সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়াটা হাস্যকর ও প্রহসন ছাড়া কিছুই নয়।

নেতারা আরো বলেন, এই অবৈধ সরকার ক্ষমতাকে প্রলম্বিত করতে নির্যাতনকেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। তারা বিরোধী মত ও দলের মানুষের উপর স্টিম রোলার চালিয়ে কায়েমি ও স্বার্থবাদী সরকার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কিন্তু ওরা হয়ত জানে না যতদিন এদেশে গণতন্ত্রমনা ছাত্র-জনতা বেঁচে থাকতে ততদিন তাদের এই আশা কোনদিন পূরন হবে না। অবিলম্বে ছাত্রদল সভাপতির নি:শর্ত মুক্তি দাবি করেন তারা।

এমএম/এসকেডি/পিআর