ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নমনীয় না হলে সরকারের পতন হবে : যুবদল

প্রকাশিত: ১২:২১ পিএম, ১২ আগস্ট ২০১৫

সংযত ও নমনীয় নীতি অনুসরণ করে দেশ পরিচালনা না করলে সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুব দলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুল হুদা ও সোহেল আহমদ এর মুক্তির দাবিতে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব বলেন, এ দানবীয় সরকারকে সংযত ও নমনীয় নীতি অনুসরণ করে দেশ পরিচালনার আহ্বান জানাই। অন্যথায় সারাদেশের যুবদল নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে যে কঠিন পরিস্তিতি অবতারণা হবে তা সরকার এর পতনকেই নিশ্চিত করবে।

যুবদলের নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিন যাবৎ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কামরুল হুদাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কোর্টে হাজিরা দিতে গেলে সোহেলকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। আমরা এর নিন্দা জানাই।

বিবৃতিতে যুবদলের দুই কেন্দ্রীয় নেতাকে মুক্তি না দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সরকার সারাদেশের যুবদল নেতাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার ও হয়রানি করছে। এভাবে ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে গোটা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে।

যুবদল নেতৃদ্বয়, অবিলম্বে কারাগারে আটক যুবদলের কেন্দ্রীয় সদস্য কামরুল হুদা, সোহেল, গোপালগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট তৌফিকসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান।

এমএম/এসকেডি/আরআইপি