ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ডিজিটাল আইন দিয়ে সরকার গণমাধ্যমের মুখ বন্ধ রাখতে চায়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেছেন, এ আইন করা হয়েছে স্বাধীনভাবে যাতে গণমাধ্যম কাজ করতে না পারে। এর মাধ্যমে সরকার দেশের জনগণসহ গণমাধ্যমের মুখ বন্ধ রাখতে চায়।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী সংগ্রামী দল এ সভার আয়োজন করে।

খসরু বলেন, সরকারের নির্বাচন নামক প্রকল্পের আওতায় খালেদা জিয়া কারাগারে রয়েছেন। নির্বাচন নামক এ প্রকল্পের আওতায় ভৌতিক মামলা দিয়ে লাখ লাখ নেতাকর্মীসহ সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।

নির্বাচনী এ প্রকল্পের আওতায় ইভিএম নামক একটি মেশিন এসেছে। এ প্রকল্পের আওতায় বিভিন্ন সংস্থাকে দিয়ে বিরোধী দলীয় নেতাদের হয়রানি করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় সংবিধানকে ব্যবহার করা হচ্ছে। যেই সংবিধান দেশের নাগরিকদের সুরক্ষার জন্য, সেটা ব্যবহার করা হচ্ছে দেশের মানুষের বিরুদ্ধে।

তিনি বলেন, এ প্রেক্ষাপটে নিজেদের মালিকানা ফিরে পেতে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। যার প্রতিফলন জাতীয় ঐক্য।

কেএইচ/এএইচ/পিআর

আরও পড়ুন