নড়াইলে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম
নড়াইলের লোহাগড়ায় পৌর এলাকার কচুবাড়িয়া গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক যুবলীগ কর্মীকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়া গ্রামের গফফার শেখের ছেলে মশিয়ার শেখসহ তার সাঙ্গ-পাঙ্গরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওই মাদক ব্যবসায়ীসহ তার সহযোগীরা একই গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে জাকির মন্ডলকে ফাঁসানোর জন্য তার বাড়িতে একটি ব্যাগে করে মাদক দ্রব্য রেখে আসে।
এ নিয়ে মাদক ব্যবসায়ী মশিয়ার ও যুবলীগ কর্মী জাকির হোসেনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার রাত ১০টার দিকে যুবলীগ কর্মী জাকির হোসেন মন্ডল (২৯) নিজ বাড়িতে ফেরার পথে একই গ্রামের হাসেম মিয়ার বাড়ির পাশে পৌঁছালে মশিয়ারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে রামদা দিয়ে মাথা ও পায়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায় ।
এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জাকিরের ভাই বাবলু মন্ডল বাদী হয়ে ৩ জনকে আসামি করে মঙ্গলবার লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
হাফিজুল নিলু/এসএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা