ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জনকণ্ঠের বিষয়ে শুনানিতে গণতন্ত্র সমৃদ্ধি হবে : সুরঞ্জিত

প্রকাশিত: ১১:০২ এএম, ১১ আগস্ট ২০১৫

দৈনিক জনকণ্ঠ পত্রিকায় বিচার বিভাগ নিয়ে নিবন্ধ প্রকাশ করায় আদালত অবমাননা রুলের শুনানিতে গণতন্ত্র আরো সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গতকাল সোমবার কোর্ট পাড়া ছিল গরম। সাংবাদিক আর সুপ্রিম কোর্ট কনটেমপ্ট কেস এই প্রথম কনটেস্ট হচ্ছে। এর আগে কোর্টে কনটেমপ্ট কেস হলে অভিযুক্তকারীরা বলতেন, হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন। সুপ্রিম কোর্টের ইতিহাসে অতীতে এমন কনটেস্ট কেস হয়নি। এটি একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা।

প্রবীণ এই রাজনীতিক বলেন, কেউ জবাব দিহিতার ঊর্ধ্বে নয়। বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ সকলেরই কাজটি স্বচ্ছতার সঙ্গে করতে হবে। সাংবাদিকদেরও কোর্ড অফ কনডাক্ট রয়েছে। তাদের সেগুলো বিবেচনা করেই কাজ করতে হয়। দুর্বল মানুষের শেষ আশ্রয় স্থল সংবাদপত্র। রাষ্ট্রের মূল মালিক জনগণ।

ব্লগার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। আর পুলিশের আইজিপি সাহেব বললেন,ব্লগারদেরও উচিত যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু লেখা ঠিক নয়। তবে এটাও ঠিক আমরা আইন-শৃঙ্খখলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছি। পুলিশ বাহিনী চাইলে আসামি ধরতে পারে না; এমন না। আনসারউল্লাহ টিম করেছে তাদের গ্রেফতার করেন। ব্লগারদের যেমন সীমার মধ্যে থাকতে হবে। আমাদেরও ব্যর্থতা রয়েছে সেটা ভাবতে হবে।

বঙ্গবন্ধু সম্পর্কে বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের অংশ নয়। তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। তার স্ত্রী ফজিলাতুননেছা মুজিবও ইতিহাস সৃষ্টিকারী এক মহিয়সী নারী।

সংগঠনের উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফ্র হোসেন পল্টু, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ।

এএসএস/আরএস/এমআরআই