খালেদার চিকিৎসায় কার্যকরী উদ্যোগ নেই : রিজভী
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর দুই দিন পার হয়ে গেলেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও এখনও পর্যন্ত তার সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেয়নি সরকার। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। ব্যক্তিগত চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন বেগম জিয়াকে দ্রুত চিকিৎসা না দেয়া হলে তার বাম পা ও হাত অবশ হয়ে যেতে পারে। আমরা মনে করি তার চিকিৎসা নিয়ে ছলচাতুরী এবং কালক্ষেপণ করা হচ্ছে। আমি দলের পক্ষ থেকে কাল বিলম্ব না করে খালেদা জিয়াকে বেসরকারি বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার দেশব্যাপী মানববন্ধন পালনকালে পুলিশ ব্যাপক ধরপাকড়, নির্বিচারে গ্রেফতার ও হামলা করেছে। এরপরও সব বাধা বিপত্তি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি সফল করেছে। সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক অধিকার। তারপরও যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ পুলিশের অনুমোদন নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসুচি পালন করলেও নির্বিচারে গ্রেফতারের ঘটনা ন্যাক্কারজনক।
তিনি আরও বলেন, গ্রেফতারের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। সোমবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জন গমেজকে পুলিশ গ্রেফতার করেছে। একইদিন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিককে কোথাও পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই তিনি সরকারি কোনো বাহিনীর কাছে আছে। অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার জন্য জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএমজেড/জেআইএম