সহিংস রাজনীতি বন্ধে জাতীয় পার্টি অপরিহার্য
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশে সহিংস রাজনীতি বন্ধে জাতীয় পার্টির শাসন এখন অপরিহার্য হয়ে পড়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
রুহুল আমিন হাওলাদার বলেন, আগামী নির্বাচনে প্রমাণ হবে দেশের রাজনীতিতে জাতীয় পার্টি বিগ ফ্যাক্টর। প্রমাণ হবে দেশের মানুষ জাতীয় পার্টির উন্নয়ন ভোলেনি, মানুষ এখনো রাজনীতির জীবন্ত কিংবদন্তী পল্লীবন্ধু এইচএম এরশাদকে ভালোবাসেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির ২৭ বছরের শাসনে দেশবাসী বিরক্ত। তারা পল্লীবন্ধুর নেতৃত্বে সুশাসন ফিরে পেতে চায়। প্রমাণ হয়েছে জাতীয় পার্টি ছাড়া দেশে আর কেউ সুশাসন দিতে পারবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও মেজর (অব.) খালেদ আখতার।
এইউএ/এএইচ/জেআইএম