ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

স্থানীয় সরকার উপ-নির্বাচনে আওয়ামী লীগের ফরম সংগ্রহের আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:২২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আসন্ন উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

সোমবার দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ, সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর, সদর উপজেলার শেখপুরা, রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া, পাবনা সদর উপজেলার দাপুনিয়া, সিরাজগঞ্জ সদর উপজেলার তরনকান্দি, যশোরের মনিরাম উপজেলার দুর্বাডাঙ্গা, ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার অলোয়া এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ও বুধবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টার মধ্যে জমা দেয়ার অনুরোধ জানানো হচ্ছে।

এইউএ/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন