ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নির্বাচন ভীতিতে ভুগছে বিএনপি : হাছান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৯ আগস্ট ২০১৮

বিএনপি নির্বাচন ভীতিতে ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন যদি বিএনপির জন্য সমস্যা না হয়, তাহলে নির্বাচনে অংশ নিতে তাদের এত শর্ত কেন? বিএনপি এখন নির্বাচনে অংশ নেয়ার কথা শুনলে ভয় পায়। নির্বাচন যেন বিএনপির জন্য ভীতিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে বিএনপির শর্ত দেখে মনে হয় নির্বাচনের মাঠটা তাদের জন্য করে দিতে হবে।

আলোক চিত্র শিল্পী শহীদুল আলমকে নিয়ে হাছান মাহমুদ বলেন, তার মুক্তির জন্য দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি যে বিবৃতি দিয়েছে সেটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু তিনি দেশের বিরুদ্ধে বহির্বিশ্বে যে অপপ্রচার চালাচ্ছে সেটা ক্ষমার অযোগ্য।

হাছান মাহমুদ প্রশ্ন রেখে বলেন, দেশবরেণ্য ব্যক্তি বলে তিনি কি আইনের ঊর্ধ্বে?

সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্ব সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি অধ্যাপক ড. কবি মুহাম্মদ সামাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজ) সভাপতি আবু জাফর সূর্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

এইউএ/এএইচ/জেআইএম

আরও পড়ুন