ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘জোট আর ভোটে মহাফ্যাক্টর এরশাদ’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২৮ আগস্ট ২০১৮

জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল জোট গঠনের চেষ্টা করছে। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লিবন্ধু এরশাদ ছাড়া জোটের ফলাফল হবে বিগ জিরো। কারণ বাংলাদেশের জোট আর ভোটের রাজনীতিতে জাতীয় পার্টি আর পার্টির চেয়ারম্যান এরশাদ এখনো মহাফ্যাক্টর।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শ্যামপুরে (নিজ নির্বাচনী এলাকার) জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

babla

বাবলা বলেন, জাতীয় পার্টি আর পল্লীবন্ধু এরশাদ যেদিকে যাবেন, সেদিকে জোট ও ভোটের পাল্লা ভারী হবে এবং সেই জোট রাষ্ট্রক্ষমতায় আসবে।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ, ইব্রাহীম মোল্লা, শামসুজ্জামাল কাজল, হানিফ সর্দার, ছাত্র সমাজের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শাহ ইমরান রিপন, যুব সংহতির শ্যামপুর থানার আহ্বায়ক মারুফ হাসান মাসুম, আজহার আহমেদ পরশ প্রমুখ।

এমইউএইচ/জেডএ/পিআর

আরও পড়ুন