ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির একগুচ্ছ কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৮ আগস্ট ২০১৮

আগামী পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দলের পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- পহেলা সেপ্টেম্বর ভোর ৬টায় নয়াপল্টনসহ দেশের সব বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি মহাসচিব এবং সিনিয়র নেতারা ফাতিহা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ওই দিন বিকেলে রাজধানীতে জনসভার করারও ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।

এছাড়া ২ সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির সিনিয়র নেতা ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।

এদিকে দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন দলের এই জ্যেষ্ঠ মহাসচিব।

সংবাদ সম্মেলনের আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সদ্য প্রয়াত পিতার আত্মার মাগফিরাত কামনা এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএমজেড/পিআর

আরও পড়ুন