প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রেনেড হামলা বিচারে প্রভাব ফেলবে : ফখরুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারে প্রভাব ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২২ আগস্ট) শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তার এ শঙ্কার কথা জানান।
এর আগে মঙ্গলবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত।’
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী মহাসমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় ২৪ জন নেতাকর্মী মারা যান। অল্পের জন্য প্রাণে বেঁচে যান সেই সময়ের বিরোধীদলের নেতা শেখ হাসিনা। দীর্ঘ ১৪ বছর আইনি প্রক্রিয়া শেষে মামলার রায় অপেক্ষমাণ রেখেছেন আদালত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রায় সমানে রেখে যখন রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ এ ধরনের একটা কথা বলেন, তখন বিচারকদের পক্ষে ন্যায়বিচার করা অসম্ভব হয়ে যায়। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর এই বক্তব্য গ্রেনেড হামলা বিচারে প্রভাব ফেলবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, নাজিম উদ্দীন আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।
কেএইচ/এসআর/এমএস