ভুল জন্মদিন পালন থেকে বিরত থাকুন : চুমকি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, এই শোকের মাসে আমরা গভীর বেদনার সঙ্গে জাতীর পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করি। আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শোকের দিন ১৫ আগস্ট জন্মদিন পালন করেন। আমি তাকে বলবো, বঙ্গবন্ধুর প্রতি আপনার নাইবা শ্রদ্ধা থাকলো। ছোট্ট শিশু রাসেলের প্রতি ভালবাসা দেখিয়ে আপনি আপনার যে ভুল জন্ম দিন তৈরি করেছেন সেই দিনটিকে পালন করবেন না। এটা আপনার প্রতি অনুরোধ।
তিনি রোববার দুপুরে গাজীপুরে মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক পরিচালিত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের চেক বিতরণ ও হেলথ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরন, সিভিল সার্জন ডা. আলী হায়দার খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, ভাতা ভোগী শাহানাজ আক্তার প্রমুখ।
তিনি বলেন, একটি দেশের উন্নয়ন সে দেশের নারীকে বাদ দিয়ে সম্ভব নয়। উন্নত দেশে কিন্তু নারীরা পিছিয়ে নেই। পুরুষরা যেভাবে অর্থ উপার্জন-লেখাপড়া করেন নারীরাও ঠিক তেমনি করেন। লেখা-পড়ার সুযোগ পেলে নারীরা ছেলেদের চেয়ে কোনো অংশে কম যাবেন না।
প্রতিমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জন্মদিবস পালন করে খালেদা জিয়া জাতিকে দ্বিধা বিভক্ত করেছেন। মানুষের মধ্যে যে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা সেটা তিনি নষ্ট করে দিয়েছেন। আমরা সেটা চাই না। আমরা চাই সুন্দর পৃথিবী গড়তে। শিশুদের উপর নির্যাতন হলে আমরা দু:খ প্রকাশ করি। অথচ যে দিন শিশু রাসেলকে হত্যা করা হয়েছে সে দিন তিনি জন্ম দিন পালন করেন। এটা কী নিন্দনীয় নয়?
অনুষ্ঠানে ১৫শ জনকে ৩ হাজার টাকা করে মোট ৪৫ লাখ টাকার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের চেক বিতরণ করা হয়।
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি