ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আগামী নির্বাচন আ.লীগের অস্তিত্বের লড়াই : ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১২ আগস্ট ২০১৮

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘২০১৪ সালের নির্বাচনের থেকেও আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। এ নির্বাচন আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই। সে লড়াইয়ে আমরা দক্ষিণ চট্টগ্রামের সব সংসদীয় আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।’

রোববার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনসন সেন্টারে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘কখনোই আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে। সেই বঙ্গবন্ধুকেই হত্যার মাধ্যমে শুধু তাকে বা তার পরিবারকেই হত্যা করা করা হয়নি সেদিন, হত্যা করা হয়েছে বাংলাদেশকে, স্বাধীনতার স্বপ্নকে, সার্বভৌমত্বকে।’

তিনি বলেন, ‘তারা বসে নেই। আমাদের শিক্ষার্থীরা যখন একটি সুন্দর-সফল আন্দোলন করছে। তারা তখন এর ভেতর ঢুকে অপচেষ্টায় লিপ্ত। যা বোঝার তা অনেক আগেই বুঝে ফেলেছি। আর বোঝার প্রয়োজন আছে বলে মনে করি না। আওয়ামী লীগও ঘরে বসে থাকবে না। রাজপথে এর সমুচিত জবাব দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দক্ষিণ জেলার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে এ অঞ্চলের সবগুলো আসন উপহার দিতে পারবো। তাই কথায় নয় কাজে মনোযোগ দিতে হবে।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এমআরএম/পিআর

আরও পড়ুন